“ঈদের সাঝে নতুন করে সাঝবে এতিম শিশু” এই শ্লোগানটির মাধ্যমে গতকাল ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে “রক্তের সন্ধানে বাঁশখালী পরিবার অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করে।ঈদ বস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা এডমিন মোরশেদুল আলম, এম আর সি মিসকাত, কার্যকরী এডমিন তোফায়েল আহম্মেদ রনি,মডারেটর কায়েমুল ইসলাম,কার্যকরী মেম্বার ইমরান,মাসুদ, এবং রবিউল ইসলাম।তারা “রক্তের সন্ধানে বাঁশখালী” সংগঠনের মাধ্যমে মুমূর্ষু রোগীর রক্ত ম্যানেজ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে সব সময় গরীব ও অসহায়দের মুখে হাসি ফুটাতে প্রস্তুত। দুর্যোগ মোকাবেলা,শীত বস্ত্র,ঈদ বস্ত্র ও গরীবের ছেলেদের পড়ালেখার খরচও বহন করার উদ্যোগ নিচ্ছে রক্তের সন্ধানে বাঁশখালী পরিবার।