AMBITION-এর কমিটি গঠিত; শওকত সভাপতি, রায়হান সা.সম্পাদক

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদের দ্বারা পরিচালিত শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন AMBITION এর নতুন কমিটি গঠিত হয়েছে। AMBITION এর অন্যতম উপদেষ্টা জনাব মুহাম্মদ বেলাল এর লিখিত অনুমোদনে এবং অপর দুই উপদেষ্টা অ্যাডভোকেট কুমার দেবুল দে ও বিভীষণ কান্তি দাশের সম্মতিতে এস.এম. শওকতুল ইসলাম রিফায়ীকে সভাপতি ও রায়হান সোবহানকে সাধারণ সম্পাদক করে ৬৩ জন বিশিষ্ট একটি কার্যকরি পরিষদ (২০১৮-১৯)ঘোষণা করা হয়েছে।

গরীবও অসহায় শিক্ষার্থীদেরকে সহায়তা, গ্রাম পর্যায়ে স্কুল ক্যাম্পেইন ও স্বাক্ষরতা বৃদ্ধিসহ নানাবিধ কর্মসূচি নিয়ে AMBITION এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে অ্যামবিশনের সামাজিক কর্মসূচি জনমতে যথেষ্ট সাড়া ফেলেছে। অাগামীতেও AMBITION তার ধারাবাহিক ফলপ্রসূ কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *