প্রতিযোগিতামূলক বিশ্ব পরিবর্তনে বিশ্বাসী। সময় ও আধুনিকতার সাথে প্রযুক্তির মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে সৃজনশীল ব্যবসা।
বিজ্ঞাপন ও ব্রান্ডিং প্রত্যেকটি ব্যবসায়িক উদ্যোগের অন্যতম প্রমোটার হিসেবে কাজ করে থাকে। বিজ্ঞাপন/ব্রান্ডিং ভোক্তা সাধারণের কাছে পণ্য ও সেবাকে যথাযথ শৈল্পিক উপায়ে উপস্থাপনের মাধ্যমে গ্রহণযোগ্য করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে থাকে।
বিজ্ঞাপনে নতুনত্ব, শৈল্পিক উপস্থাপনা ও কাঙ্ক্ষিত ভোক্তা/ সেবাগ্রহণকারীর চাহিদা বিশ্লেষণপূর্বক আকর্ষণীয় কাজের নিশ্চয়তা দিচ্ছে চট্টগ্রামের Veza.
আমরা বিশ্বাস করি একটা সফল ব্রান্ডিং- রুচিশীল বিজ্ঞাপন, দৃষ্টিনন্দন ডিজাইন ও মানসম্মত প্রিন্টিং সল্যুশনের যৌথ প্রচেষ্টার ফল।
প্রতিযোগিতামূলক বাজারে নিজের পণ্য/সেবা প্রমোট এবং ব্যবসা টিকিয়ে রাখার জন্য ভোক্তাদের দৃষ্টি আকৃষ্ট করার বিকল্প নেই।
তাই প্রতিনিয়ত ব্যবসায়ীরা মানসম্মত বিজ্ঞাপনী সংস্থা/ এড ফার্ম ও প্রিন্টিং প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছেন।
একটি ইউনিক ডিজাইন ক্রেতাদের আকৃষ্ট করলে তা সহজেই ব্রান্ড হিসেবে দাঁড়িয়ে যায়।
আপনার ব্যবসা প্রতিষ্ঠান, পণ্য বা সেবার ব্রান্ডিং, বিজ্ঞাপন প্রস্তুত এবং সে লক্ষ্যে সকল ধরণের মানসম্মত প্রিন্টিং ও ডিজাইন কাজের জন্য আস্থা রাখুন আমাদের উপর।
+880 1919 938 660
facebook.com/VEZA.AD
veza.ad@gmail.com
554, RF Police Plaza, (4th Floor), Nandan Kanan, Chittagong.
www.vezabd.com