নাহিদা আফরোজ: গতকাল হঠাৎই খবরটা শুনে চমকে উঠেছিলাম। আমাদের সাজিয়া?
সবাই বলে মেধাবী, প্রানোচ্ছল, সম্ভাবনাময়। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও এ মেয়েটার মধ্যে আছে সত্যবলার সৎ সাহস। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারেনা সবাই। এ মেয়েটা পারে। এরকম মানুষই আমাদের দরকার, আমাদের নিজেদের জন্যই।
আর কাছ থেকে দেখেছি বলেই বলতে পারছি সেটা।
সাজিয়ার হাতগুলো মেহেদীর রঙে রাঙানো। এইতো একমাস পরেই তার প্রথম বিয়ে বার্ষিকী। জীবনের আরো অনেক অনেক রঙিন স্বপ্ন দেখা বাকী রয়ে গেছে তার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই হাজার আট-নয় সেশনের ইংরেজি বিভাগের ছাত্রী সাজিয়া। আমার, আমাদের বন্ধু, সহপাঠি। দুইটা কিডনি’ই অচল হয়ে গেছে। ডাক্তাররা তিন মাস সময় বেঁধে দিয়েছেন।
খুব জরুরি ভিত্তিতে একটা বি পজেটিভ (B+) কিডনি প্রয়োজন। এবং পাশাপাশি প্রয়োজন অর্থ সাহায্যের। তাকে বাঁচাতে এগিয়ে আসুন।
যোগাযোগ :
01715501001 (Sajia’s Father)
01847227157 (Sajia’s Brother)
Personal bkash : 01814290028
01799412218
01980305867
Rocket account :
017155010011
Bank Name : Eastern Bank Ltd.
Account type : Saving Account
Account holder : Syed Meherajul Karim
Acccount Number : 0251260071028
Location : South Khulshi No.1 Chittagong Bangladesh