হিমালয়ের চূড়ায় বাঁশখালীর হাসনাত!
আরকানুল ইসলাম: হিমালয়ের চূড়ায় বাঁশখালীর হাসনাত! পুরো নাম হাসনাত আল কুরাইশী। বাড়ি বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে।
পাহাড়ে চড়া তার নেশা। নেশাকে ধারণ করতে গিয়ে পাড়ি দিয়েছেন বহু বিপদসংকুল পাহাড়ি পথ, নিয়েছেন মৃত্যুঝুঁকি। এনেছেন সম্মান। সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের, মুখ উজ্জ্বল করেছেন বাঁশখালীর। সারাদেশে, সারাবিশ্বে।
বাঁশখালী টাইমস পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন হাসনাত।
তিনি হিমালয়ের লাদাখ জয় করেছেন, যার উচ্চতা ৫,৫৩০ মিটার (১৮,১৪৩ ফুট)।
বাঁশখালীর কৃতিমুখ হাসনাতের ব্যাপারে vertical dreamers লিখেছে,
“হাসনাত আল কোরাইশী, চট্টগ্রামের ছেলে।
গতবছরই ডিসেম্বরে করে এলেন ভার্টিক্যাল ড্রিমার্সের সাথে “হাওড়া ডিস্ট্রিক্ট ট্রেকার্স এন্ড মাউন্টেনিয়ার্স এসোসিয়েশন” আয়োজিত বেসিক রক ক্লাইম্বিং কোর্স। প্রথম রাউন্ডের আগের এই ছবিতে তিনি ভাবুক ছিলেন বলেই দ্বিতীয় স্থান অধিকার করেন। কিন্তু ফাইনাল রাউন্ডে ৫ম স্থান অধিকারীর কাছে ১ সেকেন্ডের ব্যবধানে পিছিয়ে পরে ১৯ মিনিট ৪৬ সেকেন্ড সময় নিয়ে অধিকার করেন ৬ষ্ঠ স্থান।
প্রথম রাউন্ডেই পায়ের নখ ফেটে যাবার পরও এমন পারফর্মেন্সে আমরা মুগ্ধ। শুভ কামনা।”
আমরাও হাসনাতের অর্জনে গর্বিত, ভবিষ্যতে তিনি এভারেস্ট জয় করে নিশাত মজুমদারদের কাতারে চলে যাবেন সেই প্রত্যাশায়।