বাঁশখালী টাইমস: বাঁশখালীর শ্রেষ্ঠ ইউপি মেম্বার হিসেবে বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি সম্মাননা ২০১৮ পদক পেলেন পুকুরিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ সিরাজুল হক।
এ লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আজ ২৮ জুলাই ২০১৮ নগরীর অভিজাত হোটেল ফেভার ইনে অনুষ্ঠিত হয়। এতে তাঁর হাতে সম্মাননা পদক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় জেনারেল ওসমানী স্মৃতি সংরক্ষণ ও গবেষণা পরিষদের উদ্যোগে তাঁকে এ পদকে ভূষিত করা হয়।
এ প্রসঙ্গে মুহাম্মদ সিরাজুল হক বাঁশখালী টাইমসকে বলেন- এ সম্মাননা সামাজিক কর্মকান্ডকে আরও বাড়িয়ে দিতে দায়বদ্ধতা এনে দিল। আমি আমার এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

