মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে হাতি দিয়ে প্রধান সড়কের বিভিন্ন দোকানে এবং চলন্ত গাড়ি থামিয়ে চলছে চাঁদাবাজি।
চট্টগ্রাম জেলার আনোয়ারা, বাঁশখালী ও চকরিয়া এলাকাজুড়ে হাতি দিয়ে চলছে ব্যাপক চাঁদাবাজি। আজ ৬ আগস্ট রবিবার বাঁশখালীর পুকুরিয়া,বানীগ্রাম, গুনাগরি, বৈলছড়ি, উপজেলা সদর, পৌরসভার মিয়ার বাজার, দারোগা বাজার, মনছুরিয়া বাজার, টাইমবাজার, চাম্বল বাজার, নাপোড়া বাজার, পুঁইছড়ি প্রেমবাজার পর্যন্ত বাঁশখালী পিএবি প্রধান সড়কে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এবং প্রতিটি দোকান থেকে ২০-১০০ টাকা পর্যন্ত হাতিটি দিয়ে করেছে ব্যাপক চাঁদাবাজি।
বাঁশখালীতে প্রতি মাসে এভাবে হাতি দিয়ে এভাবে কারা এ ব্যবসা পরিচালনা করে আসছেন তা যেন দেখার কেউ নেই। প্রতিদিন কমপক্ষে ১০-২০ হাজার টাকা পর্যন্ত পায় বলে ধারণা করা হচ্ছে।
পুরো প্রধান সড়কে এভাবে করছে বাণিজ্য। এই চাঁদাবাজির কারণে অনেক সময় দেখা যায় প্রধান সড়কে তীব্র যানজট। প্রতিনিয়ত এসব ব্যবসা করে গেলেও প্রশাসন নীরব। হাতির এ ব্যবসা যেন প্রতি মাসে মাসে বাঁশখালীজুড়ে দেখা যাচ্ছে।
ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, পশ্চিম পটিয়া, বাঁশখালী, চকরিয়া, সাতকানিয়াসহ বিভিন্ন উপজেলায় এখন ব্যবসাটি ব্যাপক আকার ধারণ করেছে।