মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার পশ্চিম গুনাগরী জহুজ পাড়ায় স্থানীয় যুবলীগ নেতার পেয়ারা বাগান থেকে পেয়ারা খাওয়ার অপরাধে মঙ্গলবার (৭ আগস্ট) সকাল ১০ টায় যুবলীগ নেতা আক্কাস উদ্দীনের ছুরিকাঘাতে মোঃ আবুহান (২২) নামে এক যুবককে খুন হয়েছে।
নিহত আবুহান কালীপুর ইউনিয়নের গুনাগরী গ্রামের মোজ্জাফর আহমদের (বদু) ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্র জানা যায়, যুবলীগ নেতা আক্কাস উদ্দীনের নিজস্ব পেয়ারা বাগান থেকে মঙ্গলবার সাড়ে ৯টার দিকে নিহত আবুহান পেয়ারা খেয়েছে বলে তাদের মধ্যে বাক-বির্তকের এক পর্যায়ে আক্কাস উদ্দীন তাকে ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত করে। মোঃ আবুহানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গুনাগরীতে মা-শিশু হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পরও তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করালে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগে সে মারা যায়। এ খবর এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দীন হীরা বলেন, গুনাগরী গ্রামে যুবক খুন হওয়ার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়েছি। এবং খুনিকে গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশ টহলে রয়েছে।