অন্যরকম সংবাদ September 30, 2018 আনোয়ারাত ইছা মাছ ন ফাই বিয়া ভাঙ্গি দিয়ে নোয়া দুলা Posted By: Administrator 0 Comment আনোয়ারায় বিয়ে অনুষ্ঠানে চিংড়িমাছ না পাওয়াকে কেন্দ্র করে বরের খারাপ আচরণ, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বটতলী বাজারের আলভী ম্যারেজ গার্ডেনে এই ঘটনা ঘটে। খারাপ আচরণ করে বিয়ে ভেঙ্গে দেয়া বরের নাম মো. আলমগীর। সে আনোয়ারার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খুরুস্কুল গ্রামের আবদুল মোনাফ এর ছেলে। জানা যায়- বিবাহ অনুষ্ঠানে বরকে চিংড়ি মাছ না দেওয়ায় বর ক্ষীপ্ত হয়ে টেবিল উল্টে দেয়। এই সময় কনে পক্ষের লোক শান্ত হতে বললে বর আরও খারাপ আচরণ করে। এক পর্যায়ে দুই পক্ষে তূমুল কথা কাটাকাটি হয়ে, বর বিবাহ বিচ্ছেদ করে দেয়। বর ও তার আত্মীয়স্বজন পালিয়ে চলে যেতে চাইলে কনের পক্ষ তাদেরকে আটকিয়ে রাখে। এই সময়- আনোয়ারা থানা পুলিশ এসে পরিস্থিতি নিরবে আনেন। দুই পক্ষকে নিয়ে পুলিশ সমযোতায় আনতে চাইলে কনের বাবা বরকে মেয়ে তুলে দিতে আপত্তি জানায়। আর দুই পক্ষে মিলামিল হয়নি। পুলিশ তিন চারদিনের মধ্যে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার নিয়ে দুই পক্ষকে সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসা করতে বলেন। এই সময় কনের বাবা বলেন- সামান্য চিংড়ি মাছের জন্য যে ছেলে বিয়ের আসরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, সে ভবিষ্যতে আমার মেয়েকে অত্যাচার করবেনা গ্যারান্টি কী। এর পরের দিন শুক্রবার কনের বাবা থেকে জানতে চাইলে তিনি বলেন- আমরা গ্রামে সালিশি বৈঠকের মাধ্যমে একটা মিমাংশা আনতে চেষ্টা করছি। আনোয়ারা থানা পুলিশ তদন্ত অফিসার মাহমুব মিল্কী জানায়- ঘটনা সত্য, এই নিয়ে থানায় কোনো মামলা হয়নি।