বাঁশখালীতে গাছের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে গাছের সাথে ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বাঁশখালী উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া (সেনা বাপের বাড়ি) এলাকায় আজ সোমবার (১ অক্টোবর) ভোর রাতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবক একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র শাহ আলম (৩৫)। নিহত শাহ আলম বাঁশখালী পৌরসভার জলদী মিয়ার বাজারে একজন ব্যবসায়ী।

এ ব্যাপারে নিহতের পরিবারের দাবি, এ ঘটনার সাথে নিহতের শ্বশুর বাড়ির লোকজন সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ এনেছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ দিকে বাঁশখালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাটানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *