মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে কোহিনুর আক্তার (২৫) নামের এক গৃহবধূকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৭অক্টোবর) দুপুরে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহতাবস্থা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত গৃহবধূ একই এলাকার মোক্তার আহমদের মেয়ে ও পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোঃ মানিকের স্ত্রী।
ভুক্তভোগীর স্বামী মোঃ মানিক বলেন, বায়োবৃদ্ধ মা-বাবা দেখাশুনার জন্য আমার স্ত্রী কোহিনুর বেশ কিছুদিন ধরে তার পিত্রালয়ে বসবাস করছিলেন। এতে আমার শালা আরিফের সন্দেহ হয় যে, তার মা বাবা আমার স্ত্রীকে সম্পত্তি দান করবেন। এনিয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার স্ত্রী জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা চেষ্টা চালায় আরিফের নেতৃত্বে তার স্ত্রী শাহানা আক্তার ও শ্বশুর নুরুস সালাম।
এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।