বাঁশখালী সমিতি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামস্থ বাঁশখালীবাসীর প্রাণের সংগঠন বাঁশখালী সমিতি চট্টগ্রামের এক মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী সমিতির সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা কর্মকর্তা জোবায়ের আলম। সমিতির সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দীন মনসুর, সাবেক সভাপতি আজিজ উদ্দীন, বর্তমান কমিটির কর্মকর্তা লায়ন শেখর দত্ত, সাহাব উদ্দীন চৌধুরী, এডভোকেট শওকত আওয়াল।
মতবিনিময় করেন লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ, ডা. স্বপন দে, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, রাসেল জনি, কলিম উল্লাহ আজাদ, হারুনুর রশীদ, মিসকাত উদ্দীন, জুয়েল চৌধুরী মুসলিম, হামিদ হোসাইন, নুরুল কাদের দিনার, রেজাউল করিম, সাইমুন উদ্দিন, আবদুল মাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা জোবায়ের আলমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান কমিটির নেতৃবৃন্দ। এরপর অনুষ্ঠিত মতবিনিময়ে কমিটির নেতৃবৃন্দরা সমিতির কার্যক্রম, বিগত কর্মকান্ড, কর্ম পরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিশদভাবে অবগত করেন।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *