কাথরিয়া বাগমারা হাইস্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে অবস্থিত কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনদের নিয়ে মোটর সাইকেল, ট্রাক ও বাদ্যযন্ত্র ডোলসহ জাঁকজমকপূর্ণ র‌্যালিটি কাথরিয়া স্কুল হতে বের হয়ে হালিয়াপাড়া, বাগমারা, কোটপাড়া, বরইতলী ও পূর্ব কাথরিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়।

শুরুতে র‌্যালির উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহাবুব উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত থেকে র‌্যালিতে অংশগ্রহণণ করেন দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ.কে.এম.জহিরুল ইসলাম, কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মফিজুল আলম, হাজেরাতুজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এস.এম. আইয়ুব, জসিম উদ্দিন সিকদার, কাথরিয়া আওয়ামীলীগের সভাপতি আলহাজ ইবনে আমিন, সাধারণ সম্পাদক জামাল আহমদ, এ.এইচ.এম. ইউসুফ, বিশিষ্ট ব্যাংকার আবদুল মান্নান, প্রধান শিক্ষক মো: নুরুল আবছার, মোহাম্মদ কাশেম চৌধুরী, মুজিবুর রহমান প্রমুখ ।

কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালিটি ঘিরে পুরো কাথরিয়া এলাকা ছিল উৎসবের আমেজ। প্রায় তিন হাজার প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে র‌্যালিটি সবার নজর কাড়তে সক্ষম হয়।

সুর্বণ জয়ন্তী উৎসবকে ঘিরে পূর্ব প্রস্ততি হিসাবে বিশাল এ র‌্যালিটি ছিল উপস্থিত সকলের আলোচনার কেন্দ্রবিন্দু।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *