বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর খোঁজে বাড়িতে প্রধান শিক্ষক হাসান

তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- শারমিন আক্তার। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। গত ছয় দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সে। ব্যাপারটা প্রধান শিক্ষকের দৃষ্টিগোচর হলে তিনি আজ সকাল ক্লাস শুরুর পূর্বে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাজির হন ঐ শিক্ষার্থীর বাড়িতে! গিয়ে তিনি শারমিনের অভিভাবকের সাথে দেখা করেন। শারমিনের মা জানান- মেয়ের বাবা অসুস্থ হওয়ায় স্কুলে শারমিনের অনুপস্থিত থাকার কথা। বর্তমানে শিক্ষকদের বিরুদ্ধে প্রতিনিয়ত যেখানে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠছে। সেখানে এই প্রধান শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এব্যাপারে প্রধান শিক্ষক মাস্টার হাসান বাঁশখালী টাইমসকে বলেন- আসলে ব্যাপারটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রধান শিক্ষকের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা মাত্র। হোম ভিজিটের ফলে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকরা সচেতন হবে বলে আমার বিশ্বাস। মূলত লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করতে আমার এই উদ্যোগ।

blank

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *