
তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- আসন্ন বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর নৌকা প্রতীকের সমর্থনে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনজুরুল আলম মনজুরের নেতৃত্বে বৈলছড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মিছিল ও গণসংযোগ করেছে ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক, রাসিফ ইকবাল রাকিব, রেজাউল করিম, মুহাম্মদ ওয়াহেদ, শাহীন প্রমুখ।
উল্লেখ্য আগামী ২৪শে মার্চ বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।