সেমিনারে অংশ নিতে কাল জাপান যাচ্ছেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া

blank

স্বেচ্ছাসেবায় বাঁশখালী উপজেলার সিপিপি,র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে প্রধানমন্ত্রীর সন্মাননাপ্রাপ্ত সাংবাদিক কল্যাণ বড়ুয়া এবার সেমিনারে অংশ নিতে আগামীকাল জাপান যাচ্ছেন।

তিনি বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক, বাঁশখালী একাডেমীর প্রধান নির্বাহী, বাঁশখালী কাহারঘোনা এএসডি তরুণ সংঘের প্রতিষ্ঠাতা ও পরিচালকসহ বিভিন্ন সংগঠনের একনিষ্ঠ কর্মী । সাংবাদিক কল্যাণ বড়ুয়া আগামী ৪ মার্চ থেকে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য সেমিনারে অংশ নেবেন।

এর আগে তিনি ব্যাংককে ২০১০ সালের সেপ্টেম্বরে দি লোটাস সূত্র স্টাডি প্রোগ্রাম, ২০১২ সালের ফেব্রুয়ারিতে মিশনারি লিডারর্স প্রোগ্রাম এবং একই বছরের ২০১২ অক্টোবর মাসে জাপানে ধর্ম টিচার স্টাডি প্রোগ্রাম, ২০১৫ ও ২০১৮ সালে ব্যাংককে লিডার্স ট্রেনিং সেমিনারে অংশগ্রহণ করেন। ২০১৭ সালে ভারতের বুদ্ধ গয়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীর বাঁশখালীর নিজস্ব প্রতিনিধি তিনি। সাংবাদিকতার পাশাপাশি স্থায়ীত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
খবর বিজ্ঞপ্তির।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *