বাঁশখালীর পশ্চিম চেচুরিয়ায় অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

blank

কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্ত্তন। ইহা সনাতন ধর্মের সার বস্তু। ইহা অশুভ শক্তির করাল গ্রাসে সমাজের সভ্যতা যখন বাধাগ্রস্থ, ধর্মীয় চিন্তাচেতনা হতে দূরে সরে মানুষ যখন হীন স্বার্থের মধ্যে আবদ্ধ, ঠিক সে সময় পূণ্য তিথিতে দ্বিধা-দ্বন্ধ, বাদ-অপবাদ, সংশয়-সংঘাত সবকিছু ভুলে গিয়ে ধর্মীয় চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা যোগান। তাই আমরা এই পূণ্য তিথিতে বিশ্ব-শান্তি, জীবাত্মার কল্যাণ ও শান্তিকল্পে ১৪.০৪.২০১৯ইং তারিখে শুভ অধিবাস ও ১৫.০৪.২০১৯ইং তারিখে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন ব্রতী হয়েছে।

উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ রইল ও একান্ত উপস্থিতি কামনা করি। খবর বিজ্ঞপ্তির

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *