দায়িত্ব অবহেলার প্রতিবাদ করায় চট্টগ্রাম মেডিকেলে হামলার শিকার রক্তদাতা

blank

বাঁশখালী টাইমস: চট্টগ্রাম মেডিকেলে এক অসহায় রোগীকে রক্ত দিতে গিয়ে মেডিকেল কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এক স্বেচ্ছা রক্তদাতা। মোহাম্মদ মোরশেদুল আলম নামের এ যুবক ‘রক্তের সন্ধানে বাঁশখালী’র প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী বলে জানা গেছে।

গত কাল ১৮ জুলাই দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সে মেডিকেলে গেলে ব্লাড ডোনেট করতে মানুষের লম্বা লাইন দেখতে পায় কিন্তু রিসিপশনে কর্মচারী নেই। এমতাবস্থায় ব্লাড ব্যাংকে কর্তব্যরত কর্মচারীকে নিজের চেয়ারে না বসার কারণ জানতে চাওয়া এবং ঐ দৃশ্য মোবাইলে ধারণ করাতে ৭/৮ জন এর একটি দল এসে তার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তার শার্টের কলার ধরে টেনে-হেঁচড়ে একটি রুমে আটকিয়ে ছবি ডিলিট করতে বাধ্য করে।

পরে, সাধারণ পাবলিক এবং রক্তদাতা স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ‘রক্তের সন্ধানে বাঁশখালী’র সকল সদস্যবৃন্দ তীব্রনিন্দা জানান এবং চিহ্নিত হামলাকারী মেডিকেল কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করার জোর দাবী জানান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *