আবু সোলায়মান চৌধুরীর মৃত্যুতে বাঁশখালী সমিতি চট্টগ্রামের শোকপ্রকাশ

blank

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব, চট্টগ্রাম সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদের সভাপতি, বাঁশখালী সমিতি ঢাকার সহ সভাপতি বাঁশখালীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. আবু সোলায়মান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি পাঠিয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ।

সমিতির সভাপতি ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া ও সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব স্বাক্ষরিত শোক বিবৃতিতে বলা হয়- ‘সাবেক কেবিনেট সেক্রেটারি আবু সোলায়মান চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি বাঁশখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বর্ণাঢ্য জীবনের কৃতিত্বে বাঁশখালীবাসী গর্বিত। তাঁর মৃত্যুতে আমরা বাঁশখালী তথা চট্টগ্রামের একজন আলোকিত ব্যক্তিত্বকে হারালাম।’

বিবৃতিতে তাঁকে বাঁশখালী সমিতি চট্টগ্রামের একজন অন্যতম উপদেষ্টা উল্লেখ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উল্লেখ্য, তিনি গতকাল রাত ১১: ৪৫ মিনিটে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *