হতদরিদ্র ১৭০০ পরিবারকে ত্রাণ দিচ্ছেন রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন

blank

তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন এর ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে চাল, তেল, আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে আজ। বিকেলে বাঁশখালীর বৈলছড়ীস্থ নিজ বাড়িতে স্থানীয়দের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে এই প্রতিবেদককে রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন বলেন- ‘পুরো বিশ্ব আজ করোনায় কাবু। বাইরে নেই আমাদের দেশও। দেশের এই ক্রান্তিলগ্নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায়, দারিদ্রদের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছেন; সেই নির্দেশ পালনে ঢাকা থেকে এলাকায় ছুটে এসেছি। আজ প্রাথমিকভাবে বৈলছড়ীর ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আগামীকাল কাথরিয়া, এরপর গুনাগরি ত্রাণ বিতরণ করবো। এভাবে পর্যায়ক্রমে ১৩০০ মানুষকে খাদ্য সহায়তা দিবো।’

উল্লেখ্য রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এর আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য। এর আগে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *