বাঁশখালী পৌরসভার ৯ ওয়ার্ডে চেয়ারম্যান লেয়াকত আলীর উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, আলোচিত বিএনপি নেতা,তৃণমুলের আস্থা ও ভরসার প্রতিক,জননেতা জনাব লেয়াকত অালী চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ,বাঁশখালী পৌরসভার০৯ টি ওয়ার্ডে বিএনপির মামলা হামলা নির্যাতনের শিকার অসহায় নেতাকর্মীদের পরিবারের কাছে ওয়ার্ড প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রি উপহার স্বরুপ পৌছে দেয়া হয়,উপহার সামগ্রী হস্তান্তর করেন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ,সাবেক সিনিয়র সহ-সভাপতি,শহিদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অাবু সালেহ মনি,পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল হাছান হোসাইনী।এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ছাত্রনেতা শহীদ ইউছুফের বাবা,বিএনপি নেতা মুফিজ,বিএনপি পাগল আহমদুর রহমান,যুবদল নেতা বাচ্চু,মফিজ,ইস্কান্দর,মাহমুদ, আনোয়ার,আজগর,মিজান,আকতার,সেলিম,আজিজ,কবির,বদি আহমদ,মানিক,মনির ইসলাম,বেলাল,বাবুল,ছাত্রদল সিঃ যুগ্ম সম্পাদক ইউসুফ,যুগ্ম সম্পাদক রিদওয়ান,আজিম,টিটু,ওয়ার্ড সভাপতি হানিফ, এনাম,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ,তানভীর,ছাত্রনেতা জাহেদুল্লাহ আমান,রশিদ,রবি, শহিদ,মিশকাত,বেলাল,রুবেল,শাকিব,নাজিম,প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *