
বৃষ্টির প্রত্যাশা
 আরমানউজ্জামান
শহরে বৃষ্টি নামলে ভিজে যাবে খোলা উদ্যানের ভালোবাসা
 ভিজে যাবে যে মেয়েটি খোলা জানালার পাশে দাঁড়িয়ে রোজ আকাশ দেখে।
 সবুজ পল্লব আবার ফিরে পাবে জীবনের গল্প এবং কিছু বৃষ্টি ভেজা সংলাপ !
 রিক্সা চালক ভেঁজা কাক হয়ে দাবি করবে
 চেনা যে কোন গন্তব্যে আগের চেয়ে একটু বেশি।
প্রণয়ী হয়ত তার প্রেমিকে বলবে, চলো ভেজা যাক বৃষ্টিতে;
 আজ আমরা বৃষ্টি ছুঁয়ে দেখব কী মাদকতা আছে তাতে।
 বেরসিক প্রেমিক বলবে,
 ওহ তুমি না! বৃষ্টি আবার ছুঁয়ে দেখবার কী আছে!
 বরং ভিজলেই ঠান্ডা চেপে বসবে তোমার অধরে!
 মুঠো ফোনে কথা বলতে গেলেই শুনব কাশির শব্দ!
