গন্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান চৌধুরী গালিব

blank

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। গতকাল রাতে তিনি গন্ডামারা গিয়ে নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লুঙ্গি, শাড়ী, শীতবস্ত্র ও ঢেউটিনসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী তুলে দেন। এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, গন্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসাইন বাদশাসহ স্থানীয় ইউপি মেম্বার, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৭ ই ডিসেম্বর রাতে গন্ডামারা বড়ঘোনা জলদাশ পাড়ার ২৬ টি বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। সবকিছু হারিয়ে এই ২৬ পরিবারের শতাধিক মানুষ এখন নিঃস্ব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *