নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাঁশখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

blank

বাঁশখালী টাইমস: বাঁশখালীতে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১ টায়সংগঠনের বাঁশখালী শাখার সমন্বয়কারী অমৃত কারণের নেতৃত্বে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন প্রধান সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিব্বির আহমদ কালু, বিক্রম দেব, কৃষক সংগঠক নুরুল আলম, রণধীর বড়ুয়া, মনোতোষ দাশ, মিনা সরকার, মাসুমা বেগম, সাজেদা বেগম, রহিমা আক্তার, ছোটন দে, সঞ্জয় দাশ, সৈকত দাশ, নিশান দাশ, ছাত্র প্রতিনিধি জীতু কর্মকার, রণি দে, সেবক তাপস দে ও আকাশ দে প্রমুখ। এতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। ফলে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ জনগণ চরম ভাবে বিপাকে পড়েছে। তাই নিত্যপণ্যের দাম কমানোসহ ৪ দফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।’ মানববন্ধনে ৪ দফা দাবিতে উল্লেখ করা হয়েছে ‘চাল-তেল-ঔষধসহ নিত্যপণ্যের দাম কমাও। লকডাউনে গরীব নিম্ম আয়ের মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা চাই। প্রয়োজনীয় আয়োজনসহ জেলায় উপজেলায় করোনা রোগীর চিকিৎসা নিশ্চিত কর। শ্রমিকনেতা রুহুল আমিন এর মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *