
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে গত তিন দিনে ৭৬ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টিমকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী।
জানা যায়, লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় বিভিন্ন ব্যক্তি, যানবাহন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রথম দিনে ৩৬ মামলা, দ্বিতীয় দিনে ২৫ মামলা, তৃতীয় দিনে ১৫ মামলা দায়ের করে ৩১ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। নিজেদের স্বার্থেই তিনি সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে আহবান জানান।’
