বাংলাদেশের খ্যাতিমান ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষকদের অংশগ্রহণে ক্যান্সার সচেতনতা বিষয়ক ওয়েবিনার আগামী ৪ আগস্ট বুধবার রাত ৯ টায় বাঁশখালী টাইমস পেজে অনুষ্ঠিত হবে।
 ‘ক্যান্সার : প্রতিকার ও প্রতিরোধে চাই সর্বাত্মক সচেতনতা’ শীর্ষক এই লাইভ ওয়েবিনার ক্যান্সার গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিসিআরটি বাংলাদেশের সহযোগিতায় ও ইন্তিজামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হবে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে নিম্নোক্ত অতিথিবর্গ আলোচনা করবেন।
অধ্যাপক ডা. জোহরা জামিলা খান
 এমবিবিএস, ডিসিএইচ, এমডি
 বিভাগীয় প্রধান, শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ
 ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ড. মুশতাক ইবনে আয়ূব
 ডিফিল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
 মলিকুলার ক্যান্সার বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক
 জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ
 ঢাকা বিশ্ববিদ্যালয়
 সভাপতি, সিসিআরটি বাংলাদেশ
কাজী মোহাম্মদ জামশেদ
 প্রভাষক, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ
 ঢাকা বিশ্ববিদ্যালয়
 সাধারণ সম্পাদক, সিসিআরটি বাংলাদেশ
বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠিতব্য এই ওয়েবিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত৷ লাইভের কমেন্ট সেকশনে ক্যান্সার সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে আগ্রহীরা অংশগ্রহণ করতে পারবে।
প্রেস বিজ্ঞপ্তি

