
বাঁশখালী টাইমস: বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত হয়েছেন ঢাকাস্থ নগর গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী বাঁশখালীর কৃতিসন্তান প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ।
 পিডব্লিউডি বিসিএস প্রকৌশলী এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাঁশখালী সমিতি ঢাকার সহ সভাপতি প্রকৌশলী শওকত উল্লাহকে গত ৩ নভেম্বর বিদায় সংবর্ধনা দেন নগর গণপুর্ত বিভগ।
রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ডিভিশন নগর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দীর্ঘসময় অত্যন্ত সফলতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করায় তাঁকে এ সংবর্ধনা দেয় কর্মরত সহকর্মী প্রকৌশলী, কর্মচারী ইউনিয়ন ও পিডব্লিউডি ঠিকাদার সমিতি।
 ঢাকার আবদুল গণি রোড়ের গণপুর্ত বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বাবু স্বর্ণেন্দু শেখর মন্ডল।
 বক্তব্য রাখেন ইন্জিনিয়ার রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম তালুকদার, শহীদুল ইসলাম, মিঠু মিস্ত্রী, আতিকুল ইসলাম, নাদিম রহমান, মোঃ শাহনেওয়াজ , জসীম উদ্দিন, মনিরুজ্জামান, কবিরুল ইসলাম, মশিউল কবির, তসলিম উদ্দিন, পি ডব্লিউ ডি ঠিকাদার সমিতির সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কর্মচারী ইউনিয়ন সভাপতি বদরুল ইসলাম, সেক্রেটারী আবদুল মান্নান প্রমুখ।
 উল্লেখ্য, প্রকৌশলী শওকত উল্লাহ পি ডব্লিউ ডি নগর বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে প্রায় ছয় বছর সুনামের সাথে দায়িত্ব পালন করে সম্প্রতি প্রশাসন ক্যাডারে উপ সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদি গ্রামের মাওলানা মছুদুল হকের ছেলে। ভাইবোনের মধ্যে তিনি ৫ম। তিনি ২৪ তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রকৌশলী শওকত উল্লাহর সহধর্মিণী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। প্রকৌশলী শওকতুল্লাহ পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক নানান উন্নয়নমূলক কাজে জড়িত আছেন।
