বাঁশখালীর কৃতিসন্তান অধ্যাপক আসহাবউদ্দীন আহমদের ২৮ তম মৃত্যুবার্ষিকী আজ

blank

বাঁশখালী টাইমস: ভাষা সংগ্রামী, কথাসাহিত্যিক, রাজনীতিবিদ সাহিত্যে মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত (২০০৫) ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য অধ্যাপক আসহাবউদ্দীন আহমদ-এর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ।
১৯১৪ সালের এপ্রিল মাসে তিনি বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৩২ সালে বাণীগ্রাম হাইস্কুল থেকে ১ম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৩৪ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আই.এ, ১৯৩৬ সালে বি.এ এবং ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এম.এ ডিগ্রী লাভ করেন।

১৯৪১ সালে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপনায় যোগদান করে পরবত্তীতে মহসিন কলেজ, ফেনী কলেজ, লাকসাম কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত শিক্ষকতা করেন।

৫২ এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং কৃষক, শ্রমিক মেহনতি মানুষের বিভিন্ন দাবী আদায়ের সংগ্রামে তিনি নেতৃত্ব প্রদান করেন।

১৯৫৪ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে যুক্তফ্রন্টের টিকেটে বাঁশখালী আসন থেকে তিনি এমপিএ নির্বাচিত হন।

চট্টগ্রাম সিটি কলেজ, বাঁশখালী কলেজ ও সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বহুমূখী প্রতিভার অধিকারী, অনেক গ্রন্থপ্রণেতাএ মহান ব্যক্তি ১৯৯৪ সালের ২৮ মে সন্ধ্যা ৭টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন।

তাঁর অন্তিম ইচ্ছানুযায়ী বাঁশখালী ডিগ্রী কলেজ জামে মসজিদ সংলগ্ন প্রিয় বৃক্ষ কৃষ্ণচূড়ার নিচে ২৯ মে তাঁকে সমাহিত করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *