বৈলছড়িতে ৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

বৈলছড়ি প্রতিনিধি: বৈলছড়িতে স্কুলে না যাওয়ায় পিতার মার খেয়ে অভিমানে ঘর ছেড়েছে এক শিশু।
জানা যায়, গত শনিবার সকাল ১০টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় শিশু তারেক। গত চারদিন ধরে বুকের ধন ফিরে না আসায় অস্থির হয়ে পড়েছে তার পিতা কৃষক জাকের আহমদ। তিনি গত দুইদিন ধরে শহরে খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশায় নিজ বাড়ি বাঁশখালীর উদ্দেশ্যে ফিরে গেছেন।

blank

আজ সন্ধ্যায় এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটা পোস্ট দেন সাংবাদিক রাহুল দাশ। তিনি বাঁশখালী টাইমসকে সত্যতা নিশ্চিত করেছেন এবং শিশুটির সন্ধানে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
নিখোঁজ শিশু তারেক বৈলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। কেউ শিশুটির সন্ধান পেলে শিশুটির পিতার নাম্বারে ( 018588 36980) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *