ব্র‍্যান্ড মার্কেটিংয়ে ‘এজাহিকাফ অ্যাওয়ার্ড’ পেলেন বাঁশখালীর তারেক উদ্দিন

blank

বাঁশখালী টাইমস প্রতিবেদন: এবার সাউথ এশিয়ার শীর্ষ সাংবাদিক সংগঠন ‘এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)’ কর্তৃক ব্যাংকিং ব্র্যান্ড মার্কেটিংয়ে বিশেষ অবদানের জন্য এজাহিকাফ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব ব্র‍্যান্ড মার্কেটিং এণ্ড কমিউনিকেশন্স বাঁশখালীর কৃতিসন্তান মো. তারেক উদ্দিন।

উল্লেখ্য, জনাব তারেক উদ্দিন দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক ব্র‍্যান্ডিং সেক্টরকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। মার্কেটিং ও সময়োপযোগী ব্র‍্যান্ডিং স্ট্র‍্যাটেজির মাধ্যমে তিনি যখন যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন সেখানেই প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকরী ভূমিকা পালন করে আসছেন।

গত ১০ অক্টোবর ২০২২ রাজধানীর ঢাকার কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন মুভিসম্রাট বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, বিশিষ্ট শিল্পপতি, বাংলা কারস এর ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, এজাহিকাফের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী এবং মহাসচিব সালাম মাহমুদ সন্মাননা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সহ আমন্ত্রিত অতিথিবর্গ মো. তারেক উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *