বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম’র ৩১ তম মেধাবৃত্তি প্রস্তুতি সভা সম্পন্ন

blank
বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম’র মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতিমূলক এক সভা নগরীর ওয়েলপার্ক রেসিডেন্স’এ অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হোছাইন সিকদারের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ জামাল মোস্তফা চৌধুরী।

blank

বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন,আমিনুল হক চৌধুরী, সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মুহাম্মদ ফয়জুল হক। এছাড়াও আলোচনায় অংশ নেন মোহাম্মদ আবুল বশর, মো. মফিজ উদ্দিন, আহমদুর রহমান মিটু,মো. শেহাবউদ্দীন, মো. নুরুল হোসাইন, মো. কুতুব উদ্দিন হাছান নূরী, মোহাম্মদ ফেরদৌস আক্তার ও কাজী শাহরিয়ার। মেধাবৃত্তি আয়োজন যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ক আলোচনা করেন আলোচকবৃন্দ৷ অনুষ্ঠানে হাটহাজারী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব ফয়জুল হককে বাঁশখালী ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *