বাঁশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে এড. জিয়া উদ্দিনের খাদ্যসামগ্রী বিতরণ

blank

 সাম্প্রতিককালে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নবাসীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. আবদুস সবুরের পুত্র এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন। গত ১৯ আগস্ট ২০২৩ ইং শনিবার বিকাল ৪ টায় দক্ষিণ শেখেরখীলস্থ লালজীবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত-হতদরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ তুলে দেন এডভোকেট এএইচএম জিয়া উদ্দিন৷ এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ডাঃ সাইফুল আমিন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নবী হোসেন, তৌহিদুল ইসলাম, খোরশেদ আলম, শফিকুর রহমান, গোলাম আজম, আহমেদ হোসেন, ইসহাক, নুরুল হোসেন প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে এডভোকেট জিয়া উদ্দিন বলেন- ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শেখেরখীল ইউনিয়নবাসীর পাশে দাঁড়ালাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে বাঁশখালীবাসীর সুখে দুঃখে পাশে থাকতে পারি।’ প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *