ঘাড় ভেঙে দাও
 মুহাম্মদ শহীদুল ইসলাম
যাদের হাতে শক্তি আছে
 তারা কেবল হাত গুটায়।
 বর্মী জান্তা সুযোগ বুঝে
 মুসলিমদের ইজ্জত লুটায়।
আমরা যেটা করতে পারি,
 বিলাপ এবং আহাজারি।
 দিতে হবে ঘাড় ভেঙে যার
 তার দিকে থুথু ছুটাই!
কোথায় আছো বিন কাশিম
 কোথায় তারিক মুসা?
 কোথায় আছো যুগের নেতা
 মাথা করো উঁচা।
জালিমের হাত ধরে ফেলো
 আর থেকোনা হাত গুটায়।
 বর্মী জান্তা সুযোগ বুঝে,
 মুসলিমদের ইজ্জত লুটায়।

