রোহিঙ্গাদের সতীর্থ নেই
 তোরাব আল হাবীব
 :
 দিকেদিকে মাতম শুনি রক্তে রাঙা ঘাস
 মায়ানমারে মরছে শিশু পড়ছে শিশুর লাশ
 নাফ নদীতে লাশের ভেলা উঠছে লাশের ঢেউ
 মানবতার ধ্বজাধারী নেই পাশে আজ কেউ।
 :
 শিশুর আকাশ মুক্ত হবে উড়বে শিশু সব
 মুক্ত ডানায় পাখির মতো করবে কলোরব
 ঝরছে কেন শিশুর রুধির কাঁদছে আরাকান
 জঙ্গীবাদের সঙ্গী কারা গায় বেসুরো গান?
 :
 ফুলের মতো অই শিশুদের ভাঙছে কারা বুক?
 আগুন জ্বেলে সেই আগুনে দিচ্ছে কারা ফুঁক?
 নেই কী তবে এই জগতে শিশুর অধিকার
 পুষ্প ফোটার আগেই কেন মানতে হবে হার?
 :
 মানবশিশু মেরে যারা করছে মহা পাপ
 মারছে যারা এই শিশুদের মা ও দুখী বাপ
 তাদের তরে বিশ্ববাসী করছে অভিশাপ?
 এমন কাজের শাস্তি কতো নেই যে পরিমাপ।
 :
 লাল শোণিতে ভরে গেছে শুষ্ক নাফের তীর
 রোহিঙ্গাদের আহাজারি বাড়ছে লাশের ভিড়
 মানবতার সব ঠিকাদার আজকে গেল কই
 আরাকানের নৃশংসতায় নেই কেন হইচই?
 :
 নারী-শিশু মরছে হাজার পুড়ছে বাড়ি-ঘর
 রোহিঙ্গাদের সতীর্থ নেই সবাই ভীষণ পর
 কারণ;
 রোহিঙ্গারা বুকের মাঝে ঈমান করে ধারণ।
২৭/

