আগামীকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের চার ইউনিটের অধীনে ২৯ অক্টোবর পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। বরাবরের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে সিমযুক্ত ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিকস ডিভাইস, যন্ত্র ও ঘড়ির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য শাটল ট্রেনের সময়সূচী চার্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো।