শেরেবাংলা পুরস্কার পেলেন বাঁশখালীর কৃতি সন্তান অধ্যক্ষ সরোয়ার আলম

blank

বাঁশখালী টাইমস: শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতার স্বীকৃতিস্বরুপ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের জুরি বোর্ড কর্তৃক শেরে-বাংলা সম্মাননা পুরস্কার -২০১৭’ মনোনীত হয়েছেন ফটিকছড়ি লায়লা কবির কলেজের অধ্যক্ষ, বাঁশখালীর দুই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় এবং কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাঁশখালীর কৃতিসন্তান অধ্যক্ষ আ.ন.ম সরোয়ার আলম।

গতকাল ২৭ শে অক্টোবর ২০১৭ বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি মিলনায়তনে এক গুনীজন সংবর্ধনায় তাঁকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

শেরেবাংলার দৌহিত্র এবং সাবেক তথ্য সচিব জনাব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মো: নিজামুল হক নাসিম, বিচারপতি জনাব আব্দুল সালাম মামুন।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মদ, ভাষা সৈনিক জনাব রেজাউল করিম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব পীরজাদা শহীদুল হারুন, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ভিসি ফরিদা পারভীনসহ বিশিষ্টজনরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *