মুহাম্মদ মিজান বিন তাহের: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ায় বাঁশখালীর মেয়ে সুরাইয়াকে আজ সংবর্ধনা দিয়েছে ইনডেক্স কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন
ইনডেক্সের পরিচালক আব্দুল্লাহ হিল গালিব ও সুরাইয়ার মামা বিএনপি নেতা সোলতানুল আজিম চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে ভর্তি যুদ্ধে বি ইউনিটে প্রথম স্থান অর্জন করেছে বাঁশখালীর পশ্চিম পুঁইছড়ি এলাকার মেধাবী মাদ্রাসা ছাত্রী সুরাইয়া জান্নাত জামীঈ(১৭)।
সে পেকুয়া উপজেলার রাজাখালী বেশারাতুল উলুম ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার ছাত্রী ও পশ্চিম পুঁইছড়ি এলাকার প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা আখতারুজ্জামানের মেয়ে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সুরাইয়া জান্নাত দ্বিতীয়। বড় বোন সুমাইয়া সুমিও মেধাবী ছাত্রী। সে কিছুদিন পূর্বে বেসরকারী মেডিকেলে এমবিবিএসে ভর্তি হয়েছেন। তার ছোট বোন সোয়াইবা জান্নাত আলীম ফার্স্ট ইয়ারে ও ছোট ভাই হুবাইবুজ্জামান জিসান ৫ম শ্রেনীতে অধ্যয়নরত। তারাও অনেক মেধাবী।
সুরাইয়া ও সুমাইয়া দুজনই গোল্ডেন এ+ পেয়েছেন ।
সুরাইয়া বিগত জেডিসি ও দাখিল পরীক্ষায় কক্সবাজার জেলা ফার্স্ট হয়ে সরকারি বৃত্তি পেয়ে গৌরব অর্জন করেছেন। সে আইনের উপর সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে প্রকৃত মানবতার সেবায় আত্মোৎসর্গী হতে চায় ।