শরৎ এলো
মুহাম্মদ তাফহীমুল ইসলাম
মিষ্টি গন্ধ ছাড়ছে এখন
গাছের পাঁকা তাল।
নীলাকাশে উড়ছে দলে
সাদা বকের পাল।
নদীর তীরে ছেয়ে আছে
সাদা কাশের ফুল,
সাদা আকাশ,শীতল বাতাস
সাদা নদীর কূল।
আসছে ভেসে কানের নলে
‘এলো শরৎ এলো’,
মিছিল নিয়ে সবাই মিলে
পিঠা উৎসবে চলো।