পৌরসভা প্রতিনিধি: বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর জলদী ভাদালিয়ায় গতরাতে আগুনে ভষ্মীভূত হয়ে গেছে কয়েকটি ঘর। মারা গেছে হামিদা আক্তার নামের ১ জন মহিলা, আহত অবস্থায় আশঙ্কাজনক রয়েছে তারই কন্যা।
প্রখ্যাত আলেমে দ্বীন ক্কারী মাওলানা মোজাহেরের বড় ছেলে আমিরাত প্রবাসী হাফেজ মুহাম্মদ তৈয়বের স্ত্রী হামিদা আক্তার মঙ্গলবার (০৭ নভেম্বর) ভোর রাতে আগুনে পুড়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
জানা গেছে, গভীর রাতে বাড়িতে আগুন লাগার অনেক পরে এলাকার লোকজন টের পান। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে, মারা যান হামিদা আক্তার। আগুনের ভয়াবহতায় স্ট্রোক করে মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। লোকজন এলেও বিদ্যুৎ সচল থাকায় কেউ কাছে যেতে সাহস করেনি। পরে, যখন ঘরের ভেতরে ঢোকে তখন সব শেষ। পুড়ে যাওয়া মেয়েটাকে ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মতে, প্রবাসী তৈয়ব দ্রুত দেশে ফিরবেন। ফেরার পরেই তার স্ত্রীকে দাফন করা হবে। ততক্ষণ লাশটাকে ফ্রিজারে রাখা হবে।
এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের আবহ নেমে এসেছে।