বিশেষ দিন ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে প্রকাশ হয় গুগল ডুডল। এবার এতে স্থান পেলেন হুমায়ূন আহমেদ ও তার জনপ্রিয় চরিত্র হিমু।
সোমবার (১৩ নভেম্বর) নন্দিত এ লেখক-নির্মাতার ৬৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে গুগল।
গুগল ডুডলে দেখা যায় বাগানে বসে আছেন হুমায়ূন আহমেদ। সামনের টেবিলে টি পট ও দুটি কাপ। পাশে একটি খালি চেয়ার। সে দিকেই এগিয়ে আসছে হলুদ পাঞ্জাবি পরা হিমু।
গুগলের এমন আয়োজনে দারুণ খুশি হুমায়ূন ভক্তরা। অনেকেই সার্চ ইঞ্জিনের হোম পেজটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
এদিকে হুমায়ূনের জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে নানা আয়োজন। সোমবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন, সন্তান নিষাদ ও নিনিত। এছাড়া টেলিভিশন চ্যানেল ও প্রকাশকরা রেখেছে ভিন্ন ভিন্ন আয়োজন।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়জুর রহমান আহমদ ও মা আয়েশা ফয়েজ।