তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- নবগঠিত চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া বাঁশখালীর সাতজন ছাত্রনেতার সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বাঁশখালী প্রধান সড়কে শোডাউন করেছে চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, একাদশ জাতীয় নির্বাচনে বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ কবির লিটনের অনুসারীরা। জানা যায়- চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে আবদুল্লাহ কবির লিটনের অনুসারী বাঁশখালীর সাতজন ছাত্রনেতা স্থান পায়। আজ তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে আবদুল্লাহ কবির লিটনকে। আবদুল্লাহ কবির লিটন সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম শহরস্থ বাসা থেকে রওনা দিয়ে বাঁশখালীতে প্রবেশ করলে তার অনুসারীরা তাকে এবং সংবর্ধিত ছাত্রনেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে আবদুল্লাহ কবির লিটনের অনুসারীরা নেতাকে বহনকারী গাড়ীকে সামনে দিয়ে প্রধান সড়কে বিশাল শোডাউন করে। এতে প্রায় ৪০টি মোটর সাইকেল, ষাটের অধিক ট্রাকসহ বিভিন্ন গাড়ীভর্তি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

