গণ্ডামারা হতে বহু মামলার আসামী ২ ডাকাত গ্রেফতার

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে গন্ডামারা এলাকা হতে হত্যা মামলার দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

গত (২৬ নভেম্বর) রবিবার ভোর রাতে বাঁশখালী থানার এস.আই হায়দার আলী আকন, এস.আই উৎফল চক্রবর্ত্তী ও এ.এস.আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গন্ডামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাঁশখালী থানার জিআর নং- ৯৪/৯৮ এবং ৩০/০৫, এর পলাতক আসামী গন্ডামারার ৩নং ওয়ার্ডের মৃত্যু শফিকুর রহমানের পুত্র মোঃ রবিউল আলম (৫২) ও রুহুল আমিনের পুত্র মোঃ ওয়াসিম (৩৮) কে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, রবি আলমের বিরুদ্ধে বাঁশখালী, চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার সহ অনেক থানায় মামলা রয়েছে। তার গ্রেফতারে এলাকাবাসী বাঁশখালী থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি গন্ডামারায় আরো অনেক ডাকাত আছে ওদেরকে আইনের আওতাই আনার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ জানান এলাকার সচেতন জনগন। এদের ব্যাপারে জলদস্যুতার অভিযোগ রয়েছে। এরা সাগরে বোট ডাকাতি করত বলে জানা গেছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, উপরোক্ত আসামীদ্বয় দীর্ঘদিন পলাতক থেকে এলাকায় আসার খবর পেলে সাড়াশী অভিযানের মাধ্যমে উপরোক্ত আসামীদের গ্রেফতার করা হয়। ডাকাতরা সমাজ ও দেশের শত্রু। বাঁশখালীতে ডাকাতদের কোনো স্থান হবে না। এই অভিযান অব্যাহত থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *