ইলিয়াস বাবরের কবিতা- ‘বিছানাসূত্র’
বিছানাসূত্র
 ইলিয়াস বাবর
মায়ের অল্পবয়সী পুত্র হারানোর বেদনা—
 পিতার ক্লান্তি ভরা শরীরে লোকসানের দীর্ঘশ্বাস
 সঞ্চয়ে কী আনন্দ পাও, এ্যা?
জোছনার ধবলমায়া কিংবা আন্ধারের ঝিঁঝিঁ ডাক
 তবুও গোপন রাখো প্রবাসী ভায়ের স্ত্রী-রোগ
 লুকিয়ে রাখো তার পেটিকোট-ব্যাকরণ!
বাদ যায় না ষোড়শী বোনটি, তার বুকে রাখে মুঠোফোন—
 ক্ষুদেবার্তা আর নিচুগলায় বেদনাহত থাকে রিংটোন!
শেষ ক্লাসের ভাইটি কাঁদে বেকার-চোখ মুছে—
 তবুও তুমি থাকো বেউপায় —শ্বাস কি নাও শুষে?
কতো রূপ, কতো মন তুমি জানো তাদের গুপ্তকথা
 যারা দিনে এক, রাতে এক—লাথি দেয়, সালামে বুঝে দুর্বলতা—
 ফিরে যাই তোমার অমোঘ শক্তির কাছে
 আর কতো ধরবে তোমার শরীর, হে বিছানা!
 হে সর্বগ্রাসী শিল্পের বিধাতা?
আরও পড়ুন :

