আবু ওবাইদা আরাফাত: চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হবার এক বছর পূর্তিতে বাঁশখালী টাইমসের মুখোমুখি হয়েছেন বিশিষ্ট নারীনেত্রী শাহিদা আক্তার জাহান।
তিনি বলেন- “বাঁশখালী ক্রমশ উন্নয়নের দিকে ছুটে চলছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে বদলে যাচ্ছে বাঁশখালী।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন- আমি দায়িত্ব পাওয়ার পর বাঁশখালীর রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, নলকূপ, নারী শিক্ষা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য আলাদা টয়লেট বরাদ্দ, শহীদ মিনার নির্মাণসহ জেলা পরিষদের অর্থায়নে প্রায় দুই কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের উদ্যোগ নিয়েছি।
অন্যান্য সময়ের তুলনায় বাঁশখালীবাসী অনেক ভাল আছে বলেও উল্লেখ করেন তিনি।
গত একবছরে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য
বর্তমান এমপি, স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাহিদা আকতার জাহান স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে প্রাণিত হয়ে ছাত্রলীগের সাথে যুক্ত। তিনি একাধারে দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য, দক্ষিণজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রীসহ বর্তমানে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ (আংশিক) এলাকার জেলা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তাঁর নিজবাড়ি চন্দনাইশ উপজেলায়। তাঁর পিতা মরহুম আলহাজ্ব ফজলুল হক ছিলেন প্রধান শিক্ষক, তিনি শ্রেষ্ট শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছিলেন এবং তাঁর মাতা নুরজাহান বেগম। তাঁর দুই ছেলে দুই মেয়ে তারা সবাই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
তিনি বাঁশখালী টাইমসের অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং বাঁশখালীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।