আগামী ১২ ও ১৩ জানুয়ারি কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যেগে প্রস্তুতি সভা প্রাক্তন ছাত্র পরিষদের কো-চেয়ারম্যান জনাব অধ্যাপক নাজিম উদ্দীন কায়েস এর সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে অনুষ্টীত হয়। সভায় আগামি ১২ ও ১৩ জানুয়ারি ২০১৭ ইংরেজী তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে জাকজমকপুর্ণভাবে দুই দিন ব্যাপী ৭৫ বছর পুর্তি উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা জনাব মনিরুল আলম আজাদ,মহাসচিব অধ্যক্ষ আ,ন,ম সরোয়ার আলম,প্রধান শিক্ষক চন্দন কান্তি দত্ত,নিবন্ধন কমিটির আহবায়ক প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেন,বেদার উদ্দীন,যুগ্ন মহাসচিব অধ্যাপক মিজানুর রহমান,মোজাফফর আহমেদ,শিক্ষক মোঃ হারুনুর রশিদ,শিক্ষক বিকাশ ধর,দিলীপ কুমার,শোয়াইবুর রহমান,আনিস চৌধুরী,মেম্বার মস্তাফা,শফিক আহমেদ,শামসু,নাফিজ মিনহাজ,শিহাব,রাহাতুল আমিন,আল ফয়সাল,রনধীর, রিয়াজ উদ্দীন রাসেল, রৌশনুজ্জামান প্রমুখ।
সভায় আগামি ১০ জানুয়ারি এর মধ্যে বিদ্যালয়ের দপ্তর থেকে আপ্যায়ন(খাদ্য) কুপন এবং ম্যাগাজিন কুপন ব্যক্তিগতভাবে সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহিত হয়।