সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বাঁশখালী আলাওল ডিগ্রী কলেজ শাখার কমিটি গতকাল ১৩/০১/২০১৮ ইং তারিখে গঠিত হয়।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত কলেজ কমিটির সভাপতি সাজ্জাদ হোসাইন রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর উপজেলা সহ-সভাপতি জনাব বেলাল হোসাইন, যু্গ্ম-সাধারণ সম্পাদিকা কাউন্সিলর রুজিয়া সুলতানা এবং পৌর কমিটির সভাপতি সাহাদাত হোসেন, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ারুল ইসলাম এবং নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান সুজন মানুষের ৫টি মৌলিক অধিকারের পাশাপাশি যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধেও কাজ করার অঙ্গীকার করেন এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।পরবর্তীতে আগামী এক বছরের জন্য অনুমোদিত নবগঠিত কমিটির পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তি