শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল-২০১৮ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে এতে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার মাওলানা মাহবুবুল আলম, মাদরাসার প্রতিষ্ঠাতা শাহসুফি আল্লামা ইছহাক (ম জি আ), অধ্যক্ষ মাওলানা মোশররফ হোছাইন, পুঁইছড়ি কামিল মাদ্রাসা, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, দারুচ্ছালাম আলীম মাদ্রাসা, মাওলানা আরিফউল্লাহ, সাবেক চেয়ারম্যান, সুপার, পুঁইছড়ি মদিনাতুলউলুম মাদ্রাসা, মাওলানা আব্দুর রশীদ, সহ-সুপার শাহ আমানত দাখিল মাদ্রাসা, মাওলানা হামেদ হাছান, সাবেক চেয়ারম্যান, শেখেরখীল। ডা. মোস্তফা, জনাব হাশেম হেলালী, মাওলানা নজির আহমদ, মাওললানা জাকের আহমদ৷
এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা জহিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ বাশঁখালী ও সভাপতি অত্র মাদ্রাসা। স্থানীয় মান্যগন্য শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ৷
পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন শাহ সুফি ইছহাক (ম জি আ)।