মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ধর্মীয়সভার উদ্বোধন করেন ঋষিকুল শিরোমনি, শিবকল্প, যুগাবতার পরম পুজনীয় শ্রী শ্রীমৎ স্বামী অদৈ্তানন্দ পূরী মহারাজ্জীর স্নেহধন্য। শ্রী শ্রীমৎ স্বামী সুর্দশননন্দ পুরীমহারাজ মোহন্ত মহারাজ ঋষিধাম বাঁশখালী ও তুলসীধাম নন্দনকানন।
বেদমন্ত্র পাঠ করেন – শ্রীমৎ স্বামী রামানন্দ পূরী মহারাজ উপাধ্যক্ষ জলদী ঋষিমঠ ও মিশন।
শ্রীমৎ সদচ্ছিদানন্দ পূরী , মহারাজ – ঋষিধাম বাঁশখালী।
বিশেষ অতিথি ছিলেন প্রদীপ কুমার গুহ
সভাপতি -বাঁশখালী উপজেলা পূজা পরিষদ।
ধর্মীয় আলোচক- অধ্যাপক বাবুল কান্তি দেব
অধ্যাপক -বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ও উপদেষ্টা বাঁশখালী উপজেলা পূজা পরিষদ।