বিসিবির আম্পায়ার হিসেবে আলো ছড়াচ্ছেন বাঁশখালীর সুজন

বাঁশখালী টাইমস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ার হিসেবে সারা দেশে আলো ছড়াচ্ছেন বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুজন।

তিনি ২০০৩ সাল হতে আম্পায়ারিংয়ের সাথে যুক্ত। সিজেকেএস আয়োজিত আম্পায়ারিং প্রশিক্ষণ কোর্স থেকেই তাঁর হাতে খড়ি।
২০০৬ সালে আম্পায়ারিং কোর্সে সারা চট্টগ্রামে ২য় স্থান অধিকার করেন। এরপর বিসিবিতে যোগ দেন। বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়া আম্পায়ারিং কোর্স পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অধিকার করেন সুজন।
২০০৯ সালে তিনি কৃতিত্বের সাথে লেভেল- ২ সম্পন্ন করেন।

আরিফুর রহমান সুজন ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার স্টেডিয়াম, ভারতের কাস্মীর ডোডা স্টেডিয়ামসহ দেশ-বিদেশের বিভিন্ন স্টেডিয়ামে অসংখ্য ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন।

তিনি বিসিবি আয়োজিত ১ম,২য় বিভাগ, ক্লাব, বয়সভিত্তিক বিভিন্ন টূর্ণামেন্ট ছাড়াও চিটাগাং প্রিমিয়ার লীগও পরিচালনা করেন।

বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে সুজন বলেন- ‘মনের অজান্তেই আম্পায়ারিং আমার নেশায় পরিণত হয়ে গেল। আমি খুব উপভোগ করি। এ পর্যন্ত সহস্রাধিক ম্যাচ পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। আমি বাঁশখালীবাসীর দোয়া চাই- যেন ক্রীড়াক্ষেত্রে বাঁশখালীকে প্রতিনিধিত্ব করতে পারি।’

আরিফুর রহমান সুজন একই সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *