মুহাম্মদ মিজান বিন তাহের: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলা বাহারছড়া সোলতানিয়া এমদাদুল উলুম মাদরাসার ৭৬ তম বার্ষিক সভা আগামী কাল (১৭ফেব্রুয়ারি) শনিবার সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।
অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা নুর মুহাম্মদ লোকমানের সভাপতিত্বে দেশবরেণ্য উলমায়ে কেরামগণ কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন।
বার্ষিক সভায় আমন্ত্রিত উলমায়ে কেরামগন হলেন চট্টলার শির্য্য আলেম,
জামিয়া শুলক বহর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ গনী, হাটহাজরী মাদ্রাসার আরবী বিভাগী প্রাধান আনোয়ার শাহ আজহারী, বান্দরবন কেন্দ্রীয় মসজিদের খতিব ক্বারী এহসান নাহেব সহ আরো দেশ বরন্য বহু ওলাময়ে কেরাম উপস্থিত থাকবেন এছাড়া ও বাংলার আলোড়ন কারি সঙ্গীত শিল্পী মাওলানা আসহাব উদ্দীন আলজাদ সহ আনেক অলামায়ে কেরাম উপস্হিত থাকবেন।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা নুর মুহাম্মদ লোকমান সকলকে উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।